ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

হুমায়ূন সাধুর জানাজা সম্পন্ন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৮, ২৫ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৭:২৮, ২৫ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

চলচ্চিত্র অভিনেতা, নাট্য পরিচালক ও লেখক হুমায়ূন সাধুর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বাদ জুমা তেজগাঁওয়ের রহিম মেটাল মসজিদে এ জানাজা সম্পন্ন হয়।

তার জানাজায় মিডিয়াঙ্গনের অনেকেই উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- রেদওয়ান রনি, মোস্তফা সরয়ার ফারুকী, এস এ হক অলিক, অভিনেতা মুকিত, পলাশ, মাবরুর রশিদ বান্নাহ, সুমন পাটোয়ারী, মোস্তফা কামাল রাজ, ওমি প্রমুখ। সাধুর অকালে প্রয়াণে উপস্থিত সকলেই সুগভীর শোক প্রকাশ করেছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) বাদ আসর তেজগাঁওয়ের রহিম মেটাল মসজিদ সংলগ্ন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন হুমায়ূন সাধু।
হুমায়ূন সাধু শুক্রবার রাত দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রসঙ্গত, অনেক দিন ধরে কথা বলতে পারছিলেন না হুমায়ুন সাধু। হুমায়ুন সাধুর বড় বোন ফরিদা আক্তার জানান, মাকে দেখতে বোনের সঙ্গে এ মাসের প্রথমদিকেই চট্টগ্রাম গিয়েছিলেন সাধু, সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেসময় চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি ছিলেন সাধু। অবস্থা খারাপের দিকে গেলে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘মেড ইন বাংলাদেশ’ দিয়েই অভিনয়ে পথচলা সাধুর। ‘ঊনমানুষ’ নাটকে অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়ে নেওয়া সাধু এরই মধ্যে পরিচালনা করেছেন অনেকগুলো নাটক।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি